চোট ছোবল বসিয়েছে আক্রমণভাগে। হংকং চায়না ম্যাচের ক্যাম্প ছেড়েছেন ফরোয়ার্ড সুমন রেজা ও উইঙ্গার মোহাম্মদ ইব্রাহিম। আরেক ফরোয়ার্ড আল আমিনেরও চোট পায়ের পেশিতে। চোট জর্জর আক্রমণভাগে বাড়তি দায়িত্ব উঠবে রাকিব হোসেনের কাঁধে। রাকিব অবশ্য তাকিয়ে আছেন হামজা চৌধুরী ও শোমিত সোমের দিকে। সবশেষ সিঙ্গাপুর ম্যাচে গোলের সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি হামজা, যিনি মূলত ডিফেন্সিভ মিডফিল্ডার। শোমিত খেলেন মিডফিল্ডে। এই দুই প্রবাসী এখনও যোগ দেননি ক্যাম্পে। হামজা ক্যাম্পে যোগ দিবেন সোমবার, পরের দিন সন্ধ্যায় কানাডা থেকে ঢাকায় আসবেন শোমিত। এই দুই সতীর্থ এলে প্রস্তুতি ভালো হবে, ৯ অক্টোবর হংকংয়ের বিপক্ষে ম্যাচের আগে নিজেদের মধ্যে বোঝাপড়াও আরও বেশি হবে বলে মনে করেন রাকিব। “অনুশীলন ভালো হচ্ছে। ভিডিও সেশন হচ্ছে, মাঠে অনুশীলন হচ্ছে। হামজা ও শোমিত আসছে। ওরা এলে একটি দল হিসেবে...