দুর্গাপুজোয় বাড়লো ব্যবসার পরিমাণ। চলতি বছরে আট থেকে ১০ হাজার কোটি টাকার বেশি ব্যবসা হয়েছে পুজোকে ঘিরে। যদিও বিক্রিবাটা কমেছে ছোট ব্যবসায়ীদের। পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় ইভেন্ট দুর্গাপুজো শেষ হয়েছে। এই উৎসবকে ঘিরে বিপুল টাকার আর্থিক লেনদেন হয়। রাজ্য সরকারের দাবি, গতবারের থেকেও বেশি টাকার ব্যবসা হয়েছে এ বছরে। গত বছরেপুজো কেন্দ্রিক ব্যবসা-বাণিজ্যেকিছুটা মন্দা দেখা গিয়েছিল। এবছর সেই হার ফের ঊর্ধ্বমুখী। সূত্রের খবর অনুযায়ী, গতবারের তুলনায় এই বৃদ্ধি ১০ থেকে ১৫ শতাংশ বেশি। ব্যবসার মোট অঙ্ক পৌঁছতে পারে ৫০ হাজার কোটিতে। পুজোয় ১৫ শতাংশ হারে কি ব্যবসা বেড়েছে? এই প্রশ্নের উত্তরে সংবাদ সংস্থা পিটিআইকে রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেছেন, "এ বছরে দুর্গা পুজোকে ঘিরে অর্থনীতির অনেকটা বৃদ্ধি ঘটেছে। এখনই কোনো নির্দিষ্ট সংখ্যা বলা মুশকিল। সব দপ্তর থেকে তথ্য পেলে বৃদ্ধির হার...