হংকংয়ের বিপক্ষে ‘বাঁচা-মরার’ ম্যাচকে সামনে রেখে আত্মবিশ্বাসী বাংলাদেশ জাতীয় দলের ফরোয়ার্ড রাকিব হোসেন। জানালেন, দল পুরো প্রস্তুত এবং তাদের লক্ষ্য একটাই, জয় ছাড়া কিছু নয়। আজ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুশীলনের আগে সংবাদমাধ্যমে কথা বলেন রাকিব। নিজের লক্ষ্য নিয়ে তিনি বলেন, ‘আসলে প্রতি ম্যাচেই আমাদের পরিকল্পনা থাকে গোল করার। এবারও আলাদাভাবে সে কাজ হচ্ছে। ইনশা আল্লাহ, এই ম্যাচে গোল হবে। ’ কোচের পরিকল্পনা অনুযায়ী খেলতে প্রস্তুত রাকিব। তিনি বলেন, ‘আমি যেকোনো পজিশনে খেলতে পারি। কোচ যেখানে বলবে, এই ম্যাচেও সেখানেই খেলব। ’ সিঙ্গাপুর ম্যাচে পজিশন পরিবর্তন করে খেলার পর সমালোচনায় পড়েছিলেন কোচ হাভিয়ের কাবরেরা। তবে রাকিবের মতে, তা দলের প্রয়োজনেই করা হয়েছিল। দলীয় অনুশীলন ও প্রস্তুতি নিয়ে রাকিব বলেন, ‘অনুশীলন ভালো চলছে। মাঠে ও মাঠের বাইরে ভিডিও বিশ্লেষণ করা হচ্ছে। হামজা...