দুর্গাপূজার ছুটি শেষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীদের নির্বিঘ্নে ও নিরাপদে ক্যাম্পাসে ফিরে আসা নিশ্চিত করতে একটি কন্ট্রোল রুম চালু করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পাশাপাশি প্রধান জাবির তিনটি গেইটে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। রবিবার (৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ মহিউদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।আরো পড়ুন:রুয়েটে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা ৩ জানুয়ারিরাবির ভর্তি পরীক্ষায় থাকবে না সিলেকশন রুয়েটে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা ৩ জানুয়ারি বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, প্রতিদিন রাত ১০টা থেকে সকাল ৬টা পর্যন্ত প্রান্তিক গেইট সংলগ্ন ওভারব্রিজ এলাকায় দুইজন, প্রধান গেইটের (ডেইরি গেইট) ওভারব্রিজ এলাকায় দুইজন এবং মীর মশাররফ হোসেন হল গেট এলাকায় দুইজন করে অতিরিক্ত আনসার সদস্য মোতায়েন থাকবে। জরুরি প্রয়োজনে শিক্ষার্থীরা নিচের নম্বরগুলোতে যোগাযোগ করতে পারবেন।...