ভারত-পাকিস্তান ম্যাচ মানেই এখন বাড়তি ঝাঁজ আর নাটক। কিছুদিন আগে পুরুষ এশিয়া কাপে দুই দেশের লড়াইয়ে ক্রিকেটের বেশি আলোচনার খোরাক জুগিয়েছে হ্যান্ডশেক বিতর্ক এবং ট্রফি গ্রহণ নিয়ে সৃষ্ট জটিলতা। এবার নারী ওয়ানডে বিশ্বকাপে মুখোমুখি হয়েছে দুই দেশ। সেই ম্যাচ আবার মশার উৎপাতে এক দফা বন্ধও হয়েছে। কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নামে ভারত। ম্যাচে ২৮ ওভারে ৩ উইকেট হারিয়ে ১২২ রানে ব্যাট করছিল ভারত। পরের ওভারেই ঝাঁকে ঝাঁকে মশা ঘিরে ধরে ক্রিজের আশপাশে থাকা ক্রিকেটারদের। আরও পড়ুনআরও পড়ুন৩৫ ছক্কায় ৩১৪ রান করা কে এই হারজাস সিং মশার উৎপাতে খেলা বন্ধ ছিল মিনিট কয়েক। ওই সময় মুনিবা আলি ও ফাতিমারা স্প্রে করতে করতে মজায় মেতে ওঠেন। ৩৪ ওভারের পর আবারও বিপত্তি। এবার একশন নেওয়া হলো জোরেশোরে। পেশাদার কীটনাশক...