তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষটিতে আজ রবিবার (০৫ অক্টোবর) রাতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও আফগানিস্তান। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে ইতোমধ্যে টস হয়েছে। টস জিতেছেন বাংলাদেশের অধিনায়ক জাকের আলী। তিনি অবশ্য বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন। বাংলাদেশের একাদশে আজ একটি পরিবর্তন আনা হয়েছে। মোস্তাফিজুর রহমানের পরিবর্তে একাদশে এসেছেন তানজিম হাসান সাকিব। আফগানিস্তান দলেও একটি পরিবর্তন আনা হয়েছে। নুর আহমদের পরিবর্তে একাদশে এসেছেন বশির আহমদ।আরো পড়ুন:সিরিজ জিততে বাংলাদেশের প্রয়োজন ১৪৮টস জিতে বোলিংয়ে বাংলাদেশ, একাদশে দুই পরিবর্তন টসের পর জাকের আলী বলেন, “আমরা আগে বল করতে চাই। উইকেটটা দারুণ, আর এই কৌশল আমাদের জন্য ভালো কাজ করছে, তাই আমরা বোলিং নিয়েই শুরু করতে চাই। দল হিসেবে আমরা অনেক ভালো কাজ করেছি এবং ইতিবাচক মানসিকতা ধরে রেখেছি। টি-টোয়েন্টি ক্রিকেটে ভালো ফিল্ডিং করাটা খুবই গুরুত্বপূর্ণ। প্রতিপক্ষ শক্তিশালী,...