নিজের প্রথম ওভারে এলোমেলো বোলিং করলেন রিশাদ হোসেন। দিলেন ১৬ রান। এর মধ্যে ওয়াইডেই এল ৬ রান। বোনাস নয়তো কী! মোহাম্মদ সাইফউদ্দিন ডেলিভারিটা হালকা সুইং করলেও হয়েছিল ফুল টস। সেটিই সামলাতে ব্যর্থ অনভিজ্ঞ ওয়াফিউল্লাহ তারাখিল। পাওয়ারপ্লের শেষ বলে তিনি বোল্ড হলেন (১৩ বলে ১১ রান)। পাওয়ারপ্লের প্রথম ২ ওভারে ২০ রান দিয়ে উইকেটশূন্য ছিল বাংলাদেশ। পরের ৪ ওভারে বোলাররা দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে ১৯ রান নিয়ে নিয়েছেন ৩ উইকেট। আফগানিস্তানের দুই ওপেনারকে দ্রুতই বিদায় করল বাংলাদেশ। জাদরানের পর আউট হলেন গুরবাজ (৯ বলে ১২ রান)। নাসুমের ওভারের প্রথম বলে কাট করেছিলেন গুরবাজ। বাঁ দিকে ঝাঁপিয়ে দুর্দান্ত ক্যাচ নিয়েছেন শামীম হোসেন। গুরবাজের বিদায়ের পর ব্যাটিংয়ে নেমেছেন ওয়াফিউল্লাহ তারাখিল। দ্বিতীয় ওভারে বোলিংয়ে এসেছিলেন নাসুম আহমেদ। তাঁর ওভারে ইব্রাহিম জাদরান সিঙ্গেল নেওয়ার পর রহমানউল্লাহ...