যুক্তরাজ্যের সাসেক্স কাউন্টির পিসহ্যাভেন শহরে একটি মসজিদে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। যুক্তরাজ্যের স্থানীয় সময় শনিবার রাত সাড়ে ৯টার দিকে ফিলিস অ্যাভিনিউয়ের এই মসজিদে এ হামলা চালানো হয়। পুলিশ ঘটনাটিকে বিদ্বেষমূলক অপরাধ হিসেবে তদন্ত শুরু করেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে। সাসেক্স পুলিশ এক বিবৃতিতে নিশ্চিত করেছে যে, এ ঘটনায় কেউ আহত না হলেও মসজিদের মূল প্রবেশপথ এবং বাইরে পার্কিংয়ে থাকা একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। পুলিশের গোয়েন্দা সুপারিনটেনডেন্ট ক্যারি বোহান্না বলেছেন, আমরা বুঝতে পারছি যে এই ঘটনাটি স্থানীয় সম্প্রদায়ের মধ্যে কী ধরনের উদ্বেগ সৃষ্টি করেছে এবং মুসলিম সম্প্রদায়ের ওপর এর প্রভাব কী হবে। তিনি আরও বলেছেন, ঘটনাস্থলে ইতোমধ্যে পুলিশের উপস্থিতি বাড়ানো হয়েছে এবং পুরো কাউন্টির অন্যান্য ধর্মীয় উপাসনালয়েও নিরাপত্তা জোরদার করা হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে মসজিদের একজন স্বেচ্ছাসেবক বলেছেন,...