বিকল্পধারা বাংলাদেশের নির্বাহী প্রেসিডেন্ট ও সাবেক মন্ত্রী মেজর (অব.) আব্দুল মান্নান বলেছেন, ক্ষমতা, ধনদৌলত ও লোভের অনেক ঊর্ধ্বে ছিলেন ব্যক্তি সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর (বি. চৌধুরী)। ১৯৯১ সালে প্রথম বি. চৌধুরী স্যারের সঙ্গে আমার পরিচয়। প্রথম সাক্ষাতেই বুঝেছিলাম, তিনি একজন উষ্ণ হৃদয়ের ও কোমল প্রাণের মানুষ। চিকিৎসক হিসেবে ছিলেন অত্যন্ত মানবিক এবং রাজনীতিবিদ হিসেবে ছিলেন দুরদর্শী। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তাকে গভীরভাবে বিশ্বাস করতেন ও ভালোবাসতেন। তাদের সম্পর্ক ছিল ঘনিষ্ঠ বন্ধুত্বের। রাষ্ট্রপতি হওয়ার পর মাত্র সাত মাসেই তিনি কেন পদত্যাগ করতে বাধ্য হলেন, তা আজও রহস্যময়। তবে পদ ছাড়ার পরও তার মধ্যে কখনো বিন্দুমাত্র আফসোস দেখিনি। রবিবার দুপুর ২টার দিকে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার বীরতারা ইউনিয়নের মজিদপুর দয়হাটা গ্রামের বাগ-এ জান্নাত মাদরাসা ও এতিমখানায় প্রয়াত রাষ্ট্রপতি ও...