টি-টোয়েন্টিতে বাংলাদেশের চেয়ে এগিয়ে আফগানিস্তান। এই দলটির বিপক্ষে টি-টোয়েন্টি ফরম্যাট সিরিজ জেতাও অনেক বড় কিছু। সে জায়গায় আফগানদের হোয়াইটওয়াশ করাটা স্বপ্নের চেয়ে কম ছোট নয়। প্রথম দুই ম্যাচ জিতে এরই মধ্যে সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ দল। এবার রশিদ খানের দলকে হোয়াইটওয়াশ করার পালা। সে লক্ষ্যে শারজায় আজ টস করতে নেমে জয় পেলেন বাংলাদেশ অধিনায়ক জাকের আলী অনিক। টস জিতে তিনি প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন। ব্যাট করার আমন্ত্রণ জানানলেন আফগানিস্তানকে। নতুন উইকেটে ম্যাচ হওয়ায় আগে বোলিং করাই ভালো মনে করেছেন বাংলাদেশ অধিনায়ক। প্রথম দুই ম্যাচেও একই কৌশলে সফলতা পেয়েছে তার দল। জাকের আলি বলেন, `আমরা প্রথমে বোলিংই করতে চেয়েছি। উইকেটটা একদম নতুন, তাই শুরুতেই সুবিধা নিতে চাই। আগের দুই ম্যাচেও এই পরিকল্পনা ভালো কাজ করেছে। ফিল্ডিংয়েও আমরা দারুণ উন্নতি করেছি...