রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্র যদি ইউক্রেনকে টমাহক ক্রুজ মিসাইল সরবরাহ করে তবে তা মস্কো ও ওয়াশিংটনের সম্পর্ক সম্পূর্ণভাবে ধ্বংস করবে। রুশ রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক সাক্ষাৎকারে পুতিন বলেন, যদি যুক্তরাষ্ট্র ইউক্রেনকে টমাহক মিসাইল দেয়, তবে এটি আমাদের সম্পর্কের ধ্বংস ডেকে আনবে — অন্তত সম্প্রতি যে ইতিবাচক অগ্রগতি দেখা যাচ্ছিল, তাও মুছে যাবে। তিনি আরও বলেন, এই অস্ত্র ব্যবহার মানেই হবে সংঘাতের এক নতুন, আরও বিপজ্জনক ধাপে প্রবেশ করা — যা রাশিয়া ও যুক্তরাষ্ট্রের সম্পর্ককেও নতুন উত্তেজনায় ঠেলে দেবে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স গত মাসে ইঙ্গিত দেন, ইউক্রেনের অনুরোধে যুক্তরাষ্ট্র দীর্ঘপাল্লার টমাহক মিসাইল সরবরাহের বিষয়টি বিবেচনা করছে, যা রাশিয়ার রাজধানী মস্কোসহ গভীর অভ্যন্তরীণ লক্ষ্যবস্তুতে হামলা চালাতে সক্ষম। তবে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, টমাহক মজুতের সীমাবদ্ধতা ও নৌবাহিনীর...