বলিউড অভিনেত্রী কাজল একের পর এক কাজ নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন। গত চার মাসে চারটি ভিন্ন ধরনের সিনেমায় কাজ করলেন অভিনেত্রী। ‘মা’, ‘সরেজমিন’ ও ‘দ্য ট্রায়াল সিজন ২’ মুক্তির পাশাপাশি এখন নতুন অনুষ্ঠানের সঞ্চালক কাজল। তিনি বলেন, আমার ভাগ্য ভালো যে, এতদিনে ভিন্ন ধরনের সিনেমায় কাজ করতে পারছি। জীবনে কোনো কিছু পরিকল্পনা করে করিনি। ফলে এটা আমার ভাগ্য বলে জানান অভিনেত্রী। ভিন্ন চরিত্রের কথা মাথায় রেখে নারীবাদের প্রশ্ন উঠলে কাজল বলেন, আমি বিশ্বাস করি, নারীবাদ মানে প্রত্যেক নারীর অপর নারীর পাশে দাঁড়ানো। নিজের সমর্থনে নিজের পাশে দাঁড়ানো। এমন বলছি না যে এতে অন্য লিঙ্গের কোনো সম্পর্ক নেই। কিন্তু এর ৬০ থেকে ৭০ শতাংশই হচ্ছে মেয়েদের নিজের পায়ের মাটি শক্ত করে তোলা, প্রতিষ্ঠিত করা। উল্লেখ্য, কাজল অভিনীত সাম্প্রতিক তিনটি...