২০২১ সালে মাদককাণ্ডে বলি বাদশাহ শাহরুখপুত্র আরিয়ান খানকে গ্রেফতার করেন এনসিবির সাবেক কর্মকর্তা সমীর ওয়াংখেড়ে। যদিও আরিয়ানের কাছ থেকে কোনো মাদক পাওয়া যায়নি। সেই সময় অনেকেই বলেছিলেন— ‘বলির পাঁঠা’ করা হচ্ছে আরিয়ানকে। সেই প্রসঙ্গে আবার কথা বললেন সাবেক এনসিবি কর্তা সমীর। কেন গ্রেফতার করেছিলেন, সেই ব্যাখ্য়া কি দিলেন সমীর? সম্প্রতি একটি পডকাস্টে এসে সমীর বলেন, মাদক না পাওয়া গেলে সে নিরাপরাধ, এমনটি ভাবাও ঠিক নয়। আর যদি কারও কাছে মাদক মেলে, তবে সেটি তৈরি হয়েছে কোথায়, কারা এটা বিক্রি করেছে এই গোটা চেনটা ধরতে হয়। এই সবটাই তদন্তের অঙ্গ। তাই আইন মেনেই সেই মামলায় সবটা করা হয়েছিল। তাই কাউকেই বলির পাঁঠা করা হয়নি বলেও জানান এনসিবির সাবেক কর্মকর্তা সমীর ওয়াংখেড়ে। ‘দ্য ব্যাডস অব বলিউড' সিরিজ পরিচালনার মাধ্যমে বিনোদন জগৎ বলিউডে...