প্রথম দুই ম্যাচ জিতে আগেই সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। তাই আজকের ম্যাচটি বাংলাদেশের জন্য হোয়াইটওয়াশের মিশন। অন্যদিকে আফগানিস্তানের জন্য মান বাঁচানোর লড়াই। সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক জাকের আলি। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়। একাদশে একটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। মুস্তাফিজু রহমানের জায়গায় খেলবেন তানজিম সাকিব। আফগানিস্তানের একাদশেও একটি পরিবর্তন এসেছে। নূর আহমেদের পরিবর্তে সুযোগ পেয়েছেন বশির আহমেদ। তানজিদ হাসান, পারভেজ হোসেন, সাইফ হাসান, জাকের আলী (অধিনায়ক), নুরুল হাসান, শামীম...