উন্নয়নের ফানুস দেখিয়ে ফ্যাসিস্ট সরকার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আর, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এ এস এম আমানুল্লাহ বলেন, শিক্ষার মানোন্নয়নে টাকার চেয়েও জবাবদিহি ও সুশাসন বেশি জরুরি। রোববার রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। আগামী ৮ থেকে ১২ অক্টোবর চীনে বসছে বিজ্ঞান আসর। যেখানে অংশ নেবে বাংলাদেশসহ ১৪টি দেশ। সোমবার যাচ্ছে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির গবেষক দল। তাদের অনুপ্রেরণা দিতে গুলশানে অনুষ্ঠানের আয়োজন করে ‘আমরা বিএনপি পরিবার’। এতে বিএনপি নেতা রুহুল কবির রিজভী মন্তব্য করেন, গত ১৫ বছরে শিক্ষা খাতকে ধ্বংস করেছে ফ্যাসিস্ট শেখ হাসিনা। জ্ঞান-বিজ্ঞানের চর্চা না থাকায় শিক্ষাঙ্গনে সন্ত্রাসী তৈরি হয়েছে। রিজভী বলেন, ‘আমাদের সামনে কত ফানুস দেখানো হয়েছে। মেট্রোরেল, উড়াল সেতু, ফ্লাইওভার, কত গালভরা গল্প...