এএফসি এশিয়ান কাপে গুরুত্বপূর্ণ ম্যাচে হংকং চায়নার বিপক্ষে নামবে বাংলাদেশ। ম্যাচের আগে দলে বেশকিছু চোটের শঙ্কা আছে। তবে কোচ হাভিয়ের ক্যাবরেরা বলছেন, সবকিছু ঠিক হয়ে যাবে এবং বাংলাদেশ বড় চ্যালেঞ্জ নেয়ার জন্য প্রস্তুত আছে। দলের নিয়মিত অনুশীলনের পর সংবাদমাধ্যমে কথা বলেন ক্যাবরেরা ও ফরোয়ার্ড রাকিব হোসেন। ক্যাবরেরা জানান, ‘আমরা ভালো আছি, অনুশীলনে দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু করেছি। যে ধরনের ফলাফল আসছে তাতে আমি বেশ খুশি। আমরা বড় ম্যাচের চ্যালেঞ্জ নেয়ার জন্য প্রস্তুত আছি।’ চোট সংক্রান্ত প্রশ্নে স্প্যানিশ কোচ বলেন, ‘সে কারণেই অনুশীলনের জন্য ডাকা খেলোয়াড়দের তালিকাটা আমরা লম্বা করেছি। সুমন, ইব্রাহিম, তপু বর্মণ, তারিক কাজী, এমনকি আল আমিনকেও আমরা বাজেভাবে ব্যবহার হতে দেখেছি। আমরা চেষ্টা করছি সুমন ও ইব্রাহিমকে সঠিক সময়ে সেরে তোলার। তারিক, তপু এবং আল আমিনের ব্যাপারেও আমরা...