শারদীয় দুর্গাপূজার ছুটি শেষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে কাঁচামরিচ আমদানি শুরু হয়েছে। এতে বাজারে কেজিপ্রতি কাঁচামরিচের দাম ১০০ টাকা কমেছে। রোববার দুপুরে দিনাজপুর স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি মো. সাখাওয়াত হোসেন শিল্পী এই তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘গত শনিবার সকাল থেকে হিলি স্থলবন্দর দিয়ে ভারতীয় কাঁচামরিচ বোঝাই ট্রাক আসতে শুরু করেছে। বন্দরে কাঁচামরিচ আসায় আজ (রোববার) সকাল থেকে কেজিতে ১০০ টাকা দাম কমেছে স্থানীয় বাজারে।’ বন্দরের আমদানিকারক ব্যবসায়ীরা বলছেন, ‘টানা ৮ দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকায় কাঁচামরিচের দাম বেড়ে যায়। আমদানি বাড়লে দাম কমে আসবে বলে জানান তারা।’ হিলি স্থলবন্দর কাস্টম বিভাগের রাজস্ব কর্মকর্তা মো. নিজাম উদ্দিন বলেন, ‘গত শনিবার বেলা সাড়ে ৩টা পর্যন্ত ভারত থেকে ৪টি ট্রাকে প্রায় ৩০ টন কাঁচামরিচ আমদানি হয়েছে। আজ (রোববার) দুপুর পর্যন্ত আরও ৪টি...