বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমূল আবেদীনের প্রায় আধ ঘণ্টার সংবাদ সম্মেলন তখন শেষ। একটু পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তাদেরকে ইঙ্গিত করেই এসএম আব্দুল্লাহ আল ফুয়াদ রেদুয়ান বললেন, “আজকে যারা বক্তৃতা দিলেন, আমি একটু শুনেছি…’আমি অমুক করব, তমুক করব, আমি জেলা-বিভাগে খেয়াল রাখব, আমি জেলা বিভাগের সংগঠকদের জন্য ভাবব’, এসব আসলে আইওয়াশ।” রেদুয়ান বিসিবির সাবেক পরিচালক। তবে এই মুহূর্তে তার মূল পরিচয়, তিনি ছিলেন বিসিবি নির্বাচনে পরিচালক পদপ্রার্থী। ‘ছিলেন’ বলতে হচ্ছে কারণ, নির্বাচনের আগের দিন সরে দাঁড়িয়েছেন ‘অনিয়ম, অস্বচ্ছতা, স্বেচ্ছাচারিতা, দুর্নীতি’, এমন নানা অভিযোগে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে গত বুধবার সরে দাঁড়িয়েছিলেন তামিম ইকবালসহ ১৬ জন। পরে নির্বাচনের আগের দুই দিনে বর্জনের তালিকায় যোগ হলো আরও চারটি নাম। ক্লাব ক্যাটেগরির লুৎফর রহমান বাদল ও মেজর...