মারকাটারি অ্যাকশন ও প্রেমের গল্পের পর সুপারস্টার শাকিব খানকে এবার পাওয়া যাবে দেশের সিনেমায়। সিনেমার নাম ‘সোলজার’। নতুন কাজের শুটিংও শুরু করে দিয়েছেন ঢাকাই সিনেমার এই নায়ক। সাকিব ফাহাদের পরিচালনায় গেল সপ্তাহ থেকে শুরু হয়েছে দৃশ্যধারণ। এক ভিডিও বার্তায় সিনেমাটির পরিকল্পনার কথা জানিয়েছেন ফাহাদ। প্রায় আড়াই মিনিটের এক ভিডিও প্রচার হয়েছে শাকিব খানের ইউটিউব চ্যানেলে। ওই ভিডিওর শিরোনামে লেখা হয়েছে “পূর্বের সিনেমাগুলোকে ছাড়িয়ে যাবে ‘সোলজার’?”। নির্মাতা ফাহাদ বলেন, “আমরা ‘সোলজার’ সিনেমার কাজ শুরু করতে যাচ্ছি, যেখানে আমাদের মেগাস্টার শাকিব খান অভিনয় করছেন। আমরা একটা দেশপ্রেম নিয়ে গল্প করার চেষ্টা করছি। বর্তমান সময়ের মানুষের মধ্যে যে সামগ্রিক ভাবনা, চিন্তা, আর বাস্তবতা সেই গল্পটাই তুলে ধরার চেষ্টা করেছি।" গত কয়েক বছরে মুক্তি পাওয়া শাকিব খানের সিনেমার চেয়ে ‘সোলজারে’ তাকে ভিন্নভাবে উপস্থাপন করবেন...