ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণি। কাজের চেয়ে ব্যক্তিগত জীবন নিয়ে অধিক আলোচনায় থাকেন। কারণ নিজের ইচ্ছায় বাঁচেন এই নায়িকা। ফলে তাকে নিয়ে নানা গুঞ্জন উড়লেও তা গায়ে মাখেন না। ব্যক্তিগত জীবনে একাধিকবার বিয়ে করেছেন পরীমণি। তবে কোনো সংসারই টিকেনি। এই প্রেম, বিয়েবিচ্ছেদ নিয়ে মাছরাঙা টেলিভিশনের ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ অনুষ্ঠানে খোলামেলা কথা বলেছেন এই অভিনেত্রী।আরো পড়ুন:আমি আরো ৯৮টি বাচ্চার মা হতে চাই: পরীমণিবোরকা পরে হাসপাতালে পরীমণি! অনুষ্ঠানে সঞ্চালক রুম্মান রশীদ খান জানতে চান, শেখ সাদি তোমার বয়ফ্রেন্ড (প্রেমিক)? পরীমণি হাসতে হাসতে বলেন, “ও আমার ছোট ভাই। ও আমার ছোট ভাইয়ের মতো।” এই মুহূর্তে তুমি কি সিঙ্গেল? পরীমণি বলেন, “না।” কারো সঙ্গে সম্পর্কে আছ—জানতে চাইলে পরীমণি বলেন, “জানি না। শোনেন, আমি যদি নিজেকে সিঙ্গেল বলি, কেউ বিশ্বাস করবে না।” পাল্টা...