নিজেদের কাজ নিয়ে জয়নুল গ্যালারিতে ৫ দিনব্যাপী এক ব্যতিক্রমী প্রদর্শনীর আয়োজন করেছেন চারুকলা অনুষদের ৫০তম ব্যাচের শিক্ষার্থীরা। মোট ২৬ জন শিল্পীর আঁকা ৩৬টি শিল্পকর্ম নিয়ে চলছে এই প্রদর্শনী। আগামী ৭ অক্টোবর পর্যন্ত প্রতিদিন বেলা ১১টা থেকে সন্ধ্যা ৮টা পর্যন্ত চলবে এই প্রদর্শনী। প্রদর্শনীর উদ্বোধন করেন একুশে পদকপ্রাপ্ত শিল্পী অধ্যাপক ফরিদা জামান। এসময় উপস্থিত ছিলেন শিল্পী জাহিদ মুস্তাফা। প্রদর্শনীতে অংশগ্রহণকারী শিল্পীরা হলেন নাজমুন আক্তার, মুহাম্মদ আলী সাগর, মুহাম্মদ মেহেদী হাসান, দেওয়ান আতিকুর রহমান,মোহাম্মদ ফেরদৌস খান শাওন, সাব্বির আহমেদ, তাহমিনা হাফিজ লিসা, শামীম আকন্দ, সুশান্ত কুমার সাহা অনুপম, মারুফা আহমেদ, মোঃ মশিউর রহমান মোর্শেদ, নাজিয়া মাসুদ খান, উত্তম কর্মকার, শেখ আনোয়ার আমজাদ হোসেন মানিক, শাহিদা হোসেন শিউলী, শারমিন ফাতেমা, কানিজ সালমা আঁখি, ফাতিমা-তুজ-জোহরা মালা, নুরুন নাহার রোজী, শামীম আক্তার, পলি রানী কর্মকার,...