সোনা শুধু অলঙ্কার নয়, বরং বিনিয়োগের এক বিশ্বস্ত স্থান। প্রতিদিনই রেকর্ড গড়ছে সোনার দাম, আর বিশ্বজুড়ে এই হলদে ধাতুর চাহিদা বেড়েই চলেছে। কিন্তু জানেন কি, এশিয়ার কোন দেশের কাছে রয়েছে সবচেয়ে বেশি সোনা? বিশ্বব্যাপী হিসাব অনুযায়ী, এশিয়ায় সবচেয়ে বেশি সোনা মজুত রয়েছে চীনের কাছে। ‘লাল ড্রাগনের দেশ’ নামে পরিচিত চীনের ভাণ্ডারে রয়েছে প্রায় ২,২৯৯ মেট্রিক টন সোনা। দেশটির অর্থনীতিতে সোনার ভূমিকা গুরুত্বপূর্ণ, যা মুদ্রা রিজার্ভের বড় অংশ জুড়ে রয়েছে। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। সোনার প্রতি ভারতীয়দের ভালোবাসা বিশ্বজুড়ে পরিচিত। উৎসব, বিয়ে বা বিশেষ অনুষ্ঠানে সোনা কেনা এ দেশের দীর্ঘদিনের ঐতিহ্য। অলঙ্কার হিসেবেই হোক বা বিনিয়োগ হিসেবে, ভারতের সোনার ভাণ্ডারে রয়েছে ৮৮০ মেট্রিক টন সোনা। চীন ও ভারতের পরেই রয়েছে জাপান, যেখানে মজুত আছে প্রায় ৮৪৬ মেট্রিক টন সোনা। এরপরের...