বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং ঢাকা আইসক্রীম ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পৃষ্ঠপোষকতায় আয়োজিত ‘পোলার আইসক্রীম ২৯তম স্কুল হ্যান্ডবল প্রতিযোগিতার’ বালক ও বালিকা দুই বিভাগেই চ্যাম্পিয়ন হয়েছে সানিডেইল। পল্টনের শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে রোববার বালক বিভাগের ফাইনালে নারিন্দা সরকারি উচ্চ বিদ্যালয়কে ২৩-১৭ গোলে হারায় সানিডেইল। একই স্টেডিয়ামে বালিকা বিভাগের ফাইনালে হাড্ডাহাড্ডি লড়াইয়ে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের বিপক্ষে সানিডেইলের জয় ১৪-১২ গোলে। বালক বিভাগে এর আগে ২০২৩ সালে সবশেষ চ্যাম্পিয়ন হয়েছিল সানিডেইল। আর বালিকা বিভাগে তারা সবশেষ শিরোপা জিতেছিল ২০১৩ সালে। এবার দুই বিভাগেই চ্যাম্পিয়ন হলো প্রতিষ্ঠানটি। বালক বিভাগে সেন্ট গ্রেগরী হাই...