০৫ অক্টোবর ২০২৫, ০৮:০৪ পিএম | আপডেট: ০৫ অক্টোবর ২০২৫, ০৮:২০ পিএম আফগানিস্তানকে হোয়াইটওয়াশের লক্ষ্যে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে টসে জিতে বল বেছে নিয়েছে বাংলাদেশ। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শুরু বাংলাদেশ সময় রোববার রাত সাড়ে ৮টায়। ম্যাচটি সরাসরি দেখাচ্ছে টি-স্পোর্টস। বাংলাদেশের একাদশে পরিবর্তন একটি- মুস্তাফিজুর রহমানকে বিশ্রাম দিয়ে তার জায়গায় নেওয়া হয়েছে তানজিম হাসান সাকিবকে। চলতি বছর মুস্তাফিজকে একাদশের বাইরে রেখে খেলা ৮ টি-টোয়েন্টি ম্যাচের ৭টিই হেরেছে বাংলাদেশ। পরিত্যক্ত হয়েছে অন্য ম্যাচ। আফগান একাদশেও একটি পরিবর্তন- নুর আহমেদের জায়গায় অভিষেক হচ্ছে বশির আহমেদের। ২০ বছর বয়সী বাঁহাতি পেসার বাশির এখন পর্যন্ত ১৪টি স্বীকৃত টি-টোয়েন্টি খেলে ১২ উইকেট নিয়েছেন। প্রথম দুই ম্যাচ জিতে আগেই তিন ম্যাচের এই সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। সংযুক্ত আরব আমিরাত আফগানিস্তানের ঘরের মাঠের মতো। ২০১৫ সালের পর এই...