ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি) ফল ২০২৫ সেমিস্টারের নতুন শিক্ষার্থীদের উষ্ণ অভ্যর্থনা জানিয়েছে। এ উপলক্ষে রবিবার (৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ওপেন অডিটোরিয়ামে এক ইনিশিয়েশন প্রোগ্রামের আয়োজন করা হয়। নতুন শিক্ষার্থীদের জন্য আয়োজিত এই কর্মসূচির লক্ষ্য ছিল তাদেরকে আইইউবিএটির শিক্ষা ব্যবস্থা, সেবা ও সুযোগ-সুবিধার সাথে পরিচিত করে তোলা, যাতে তাদের শিক্ষাজীবন আরও মসৃণ ও সমৃদ্ধ হয়। অনুষ্ঠানে ইনিশিয়েশন বক্তৃতা প্রদান করেন কৃষি বিজ্ঞান কলেজের অধ্যাপক ড. মো. শহিদুল্লাহ মিয়া। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের স্বনামধন্য অধ্যাপক ড. মো. কায়কোবাদ, যিনি নতুন শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রেরণাদায়ক বক্তব্য রাখেন। তিনি আইইউবিএটিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘তোমরা দেশের অন্যতম সেরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছ। এখানে রয়েছে সবুজ ক্যাম্পাস, খেলার মাঠসহ শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় সব...