পাকিস্তানের পক্ষ থেকে আরব সাগরে অবস্থিত বালুচিস্তানের বন্দর শহর পাসনিতে একটি নতুন বন্দর নির্মাণ ও পরিচালনার জন্য আমেরিকার কাছে প্রস্তাব দেওয়া হয়েছে বলে খবর প্রকাশিত হয়েছে। তবে, পাকিস্তান সরকার ও সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা এই খবরকে ‘আনুষ্ঠানিক উদ্যোগ নয়’ বলে নাকচ করে দিয়েছেন। যুক্তরাজ্য-ভিত্তিক দৈনিক ফিন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের বেসামরিক উপদেষ্টারা মার্কিন কর্মকর্তাদের কাছে এই প্রস্তাবটি তুলে ধরেছেন। প্রস্তাবিত বন্দরটি চীনের তৈরি গোয়াদর বন্দরের থেকে প্রায় ৭০ মাইল এবং পাকিস্তান-ইরান সীমান্ত থেকে ১০০ মাইল দূরে অবস্থিত। এই বন্দরকেই তামা ও অ্যান্টিমনির (ব্যাটারি ও ক্ষেপণাস্ত্রের উপাদান) মতো গুরুত্বপূর্ণ খনিজ পদার্থ পরিবহনের টার্মিনাল হিসেবে ব্যবহার করা হবে। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, প্রায় ১.২ বিলিয়ন মার্কিন ডলারের এই প্রকল্পে রেললাইন স্থাপনের পরিকল্পনাও রয়েছে, যার...