ফাঁকি দেওয়া রাজস্ব পুনরুদ্ধার ও কর ফাঁকি প্রতিরোধে মাঠ পর্যায়ের গোয়েন্দা কার্যক্রম জোরদার করতে নির্দেশনা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আজ রোববার (৫ অক্টোবর) এনবিআরের সদস্য (কর অডিট, ইন্টেলিজেন্স অ্যান্ড ইনভেস্টিগেশন) দপ্তর থেকে এবিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এনবিআরের জনসংযোগ কর্মকর্তা আল-আমিন শেখ বিষয়টি নিশ্চিত করেছেন। মাঠ পর্যায়ের গোয়েন্দা কার্যক্রম জোরদার করার ফলে রাজস্ব ফাঁকি রোধ, ফাঁকি দেওয়া অর্থ পুনরুদ্ধার এবং সুষ্ঠু ও স্বচ্ছ কর সংস্কৃতি প্রতিষ্ঠায় ইতিবাচক অগ্রগতি অর্জিত হবে বলে জানান আল-আমিন শেখ। তিনি জানান, জারি করা ওই নির্দেশনায় কর অঞ্চলগুলোর ইন্টেলিজেন্স অ্যান্ড ইনভেস্টিগেশন সেল গঠন, কার্যপদ্ধতি, অনুসন্ধান প্রক্রিয়া ও অনুমোদন ব্যবস্থা নির্ধারণ করে দেওয়া হয়েছে। মাঠ পর্যায়ে ইন্টেলিজেন্স অ্যান্ড ইনভেস্টিগেশন টিম বিভিন্ন গোয়েন্দা তথ্য, কর ফাঁকির অভিযোগ, গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন, আয়কর রিটার্ন বা রেজিস্টারে...