প্রবাসীদের ভোটাধিকার ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা নিশ্চিত করতে প্রবাসে ভোটার নিবন্ধন ও এনআইডি কার্যক্রম চালু করেছে নির্বাচন কমিশন (ইসি)। ইতোমধ্যে ১০ দেশের প্রায় ১৬ হাজার বাংলাদেশি প্রবাসীকে ভোটার হিসেবে নিবন্ধনের সব কার্যক্রম শেষে এনআইডি তুলে দিচ্ছে সংস্থাটি। সম্প্রতি ইসির তৈরি এ সংক্রান্ত এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়। সংশ্লিষ্ট শাখার এক কর্মকর্তা জানান, এখন পর্যন্ত ১০টি দেশে মোট ভোটার হয়েছেন ১৫ হাজার ৮৭৭ জন। এদের সবাইকে এনআইডি স্মার্ট কার্ড প্রদান করা হবে। ইতোমধ্যে ১৩ হাজার ৯৯০টি এনআইডি বিতরণ করা হয়েছে। ওই কর্মকর্তা আরও জানান, সবচেয়ে বেশি ভোটার হয়েছেন সংযুক্ত আরব আমিরাতে, ৯ হাজার ৩৪০ জন। এখন পর্যন্ত সৌদি আরবে ৬৮৯ জন, ইতালিতে এক হাজার ৫৭ জন, যুক্তরাজ্যে তিন হাজার ৭৯০ জন, কুয়েতে ২২১ জন, কাতারে ৪৪৪ জন, মালয়েশিয়ায়...