সন্তানের জন্য উপযুক্ত নাম খুঁজে বের করাই তার পেশা। সান ফ্রান্সিসকোর টেইলর এ হামফ্রি বাবা-মায়েদের এমন নাম বাছাইয়ে সহায়তা করেন। এই কাজের জন্য তাকে কেউ কেউ ৩০ হাজার মার্কিন ডলার দিতেও রাজি। ৩৭ বছর বয়সী হামফ্রি এক দশক আগে শিশুর নাম নিয়ে নিজের আগ্রহের কথা সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা শুরু করেন। এখন তার টিকটক ও ইনস্টাগ্রামে ফলোয়ারের সংখ্যা এক লাখের বেশি। পাঁচ শতাধিক শিশুর নাম বাছাইয়ে পরামর্শ দিয়ে তিনি হয়ে উঠেছেন যুক্তরাষ্ট্রের অন্যতম আলোচিত বেবি-নেম কনসালট্যান্ট। ব্র্যান্ডিং, মার্কেটিং ও প্রসূতি সহায়তাকারী হিসেবে প্রশিক্ষণের অভিজ্ঞতা কাজে লাগানো হামফ্রি বলেন, আমি এক ধরনের ‘নেম নার্ড’। আমার কাছে হাজার হাজার নামের স্প্রেডশিট আছে, প্রতিটির উৎস, অর্থ আর ভাবের বিশ্লেষণসহ। তার প্রাথমিক প্যাকেজ শুরু হয় মাত্র ২০০ ডলার থেকে। ইমেইলে পাঠানো হয় ব্যক্তিগত নামের...