সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বিকেলের সূর্য ঢলে পড়ার সঙ্গে সঙ্গে জমে উঠেছিল খুলনা বিভাগ ও ঢাকা মেট্রোর লড়াই। ম্যাচের শেষ ওভারের সমীকরণ তখনও উত্তেজনাপূর্ণ। জিততে ঢাকার দরকার ২২ রান, হাতে ৩ উইকেট। বল হাতে আসেন জিয়াউর রহমান, আর সেখানেই গল্পের পরিসমাপ্তি লেখেন এই অভিজ্ঞ অলরাউন্ডার। নিখুঁত লাইন-লেংথে মাত্র ৪ রান খরচায় নেন ২ উইকেট, নিশ্চিত করেন খুলনার ১৭ রানের দাপুটে জয়। শুধু শেষ ওভার নয়, পুরো ম্যাচজুড়েই ছিলেন জিয়াউর অনবদ্য। ব্যাট হাতে ঝোড়ো ইনিংস খেলার পর বল হাতে যেন হাজির হলেন বিধ্বংসী রূপে। ৪ ওভারে ২৮ রান খরচায় তার শিকার ৪ উইকেট। ব্যাট হাতে ৭ বলে অপরাজিত ১৭ রানে দলকে জোগান দেন বাড়তি তেজ। স্বাভাবিকভাবেই ম্যাচসেরার পুরস্কার যায় তার ঝুলিতেই।আরো পড়ুন:বিজয়ের ব্যাটে খুলনার দাপুটে জয়নাসিরের অলরাউন্ড নৈপুণ্যে চট্টগ্রামের জয়রথ থামাল...