সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, তার স্ত্রী রুখমিলা জামান, ভাই আনিসুজ্জামান চৌধুরী এবং স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের স্থাবর সম্পদ ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত। রবিবার (৫ অক্টোবর) ঢাকা মহানগর সিনিয়র বিশেষ জজ সাব্বির ফয়েজের আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। আদালতের আদেশে ক্রোক হওয়া উল্লেখযোগ্য স্থাবর সম্পদের মধ্যে রয়েছে চট্টগ্রামের আর নিজাম রোড আবাসিক এলাকায় ২ হাজার ৪৯৯ বর্গফুটের একটি ফ্ল্যাট, পাঁচলাইশের প্রবর্তক সার্কেলে ১ হাজার ৯১৭ বর্গফুটের একটি ফ্ল্যাট এবং পূর্ব নাসিরাবাদে আরামিট সিমেন্টের নামে ২ হাজার ১৩৫ বর্গফুটের একটি ফ্ল্যাট। দুদকের আবেদনে বলা হয়, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে মানিলন্ডারিংয়ের অভিযোগে ৯ সদস্যের একটি যৌথ অনুসন্ধান টিম গঠন করা হয়েছে। আবেদনে আরও বলা হয়, অনুসন্ধানের সময় গোপন সূত্রে জানা গেছে-...