যথারীতি হংকং চায়নার বিপক্ষে ম্যাচ সামনে রেখে হামজা চৌধুরীকে ঘিরে বড় স্বপ্নের বুনন হাভিয়ের কাবরেরার চোখে। সিঙ্গাপুরের বিপক্ষে সবশেষ ম্যাচে ইংল্যান্ড প্রবাসী এই ডিফেন্সিভ মিডফিল্ডারের উপরে উঠে গোলের সুযোগ তৈরি করার সামর্থ্য নজর কেড়েছে তার। হংকংয়ের বিপক্ষে ম্যাচে তাই লেস্টার সিটির এই খেলোয়াড়কে দুই ভূমিকায় দেখতে চান বাংলাদেশ কোচ। জাতীয় স্টেডিয়ামে আগামী ৯ অক্টোবর এশিয়ান কাপের তৃতীয় রাউন্ডের বাছাইয়ের ম্যাচে হংকং চায়নার মুখোমুখি হবে বাংলাদেশ। রোববার এ মাঠেই ঘাম ঝরিয়েছেন জামাল-জায়ানরা। হামজা এখনও ক্যাম্পে যোগ দেননি। সোমবার সকালে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে তার। হংকং ম্যাচের আগে তিনটি সেশন হামজা পাবেন সতীর্থদের সঙ্গে কোচের ছক বুঝে নেওয়ার জন্য। প্রস্তুতিতে নামার আগে কাবরেরা জানালেন, হামজার কাছে তার উত্তুঙ্গ প্রত্যাশার কথা। কানাডা থেকে এসে মঙ্গলবার সন্ধ্যায় ক্যাম্পে যোগ দিতে যাওয়া মিডফিল্ডার শোমিত সোমের...