নিজস্ব প্রতিবেদক : আজ (৫ অক্টোবর) সপ্তাহের শুরুতেই ইতিবাচক প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। এদিন দাপট দেখিয়েছে ব্যাংক খাত। আজ ব্যাংক খাতের ৩৬টি ব্যাংকের মধ্যে ২৫টিরই দর বেড়েছে। এছাড়া, সূচকের উত্থানের নেতৃত্বেও ছিল ব্যাংক খাত। এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ৩১.৮৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৪৪৭.৬৩ পয়েন্টে। যার মধ্যে ৭ ব্যাংকের অবদান ১৭ পয়েন্টে বেশি। সূচকে সর্বোচ্চ অবদান রাখা ১০ কোম্পানি যোগ করেছে প্রায় ২১ পয়েন্ট। লঙ্কাবাংলা অ্যানালাইসিস পোর্টাল সূত্রে এ তথ্য জানা গেছে। সূচকে অবদান রাখা কোম্পানিগুলো হলো- ব্র্যাক ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, সিটি ব্যাংক, সোস্যাল ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক, আইএফআইসি ব্যাংক, রবি আজিয়েটা, এবি ব্যাংক, বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি) এবং প্রগতী ইন্স্যুরেন্স। এই ১০ কোম্পানি আজ ডিএসইর সুচকে প্রায় ২১ পয়েন্ট যোগ করেছে কোম্পানিগুলোর মধ্যে...