হংকং চায়নার বিপক্ষে ম্যাচের আগে হাভিয়ের কাবরেরার কপালে ভাঁজ। এরই মধ্যে চোটের থাবায় ক্যাম্প ছেড়েছেন ফরোয়ার্ড সুমন রেজা ও উইঙ্গার মোহাম্মদ ইব্রাহিম। অভিজ্ঞ ডিফেন্ডার তপু বর্মন, কাজী তারিক রায়হান ও ফরোয়ার্ড আল আমিনের আছে চোট সমস্যা। এই তিন জনের চোট গুরুতর নয়, আপাতত এতটুকুই স্বস্তি বাংলাদেশ কোচের। এএফসি এশিয়ান কাপের বাছাইয়ের তৃতীয় রাউন্ডের প্রথম লেগে আগামী ৯ অক্টোবর জাতীয় স্টেডিয়ামে হংকং চায়নার মুখোমুখি হবে বাংলাদেশ। ১৪ অক্টোবর ফিরতি লেগ খেলতে হামজা-জামালরা যাবেন প্রতিপক্ষের মাঠে। ক্যাম্পের দলে জায়গা পাওয়া ৩০ জনের মধ্যে ২৮ জনকে নিয়ে অনুশীলন শুরু করেছিলেন কাবরেরা। হামজা চৌধুরী সোমবার ও শোমিত মঙ্গলবার যোগ দিবেন। কিন্তু ২৮ জন নিয়ে শুরু হওয়া প্রস্তুতিতে এরই মধ্যে দুজন ছিটকে গেছেন, তিন জনকে নিয়ে অনিশ্চয়তা এখনও কাটেনি পুরোপুরি। তবে, তপু, আল আমিন ও...