গত দুই দিনের টানা বৃষ্টি এবং উজানের ঢলের কারণে তিস্তা নদীর পানি বিপদসীমার উপরে প্রবাহিত হচ্ছে। নদী পানি বৃদ্ধি পাওয়া নদী পাড়ে আতংক ছড়িয়ে পড়েছে। রবিবার(৬ অক্টোবর) সন্ধ্যা ৬ টার তথ্য অনুয়ায়ী তিস্তার ডালিয়া ব্যারাজ পয়েন্ট তিস্তা পানি বিপদসীমার ১০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নদীর পানি হঠাৎ বৃদ্ধি পাওয়ায় লালমনিরহাট জেলার নদী তীরবর্তী নিম্নাঞ্চলগুলোতে পানি প্রবেশ করতে শুরু করেছে। ইতিমধ্যে জেলার হাতীবান্ধা উপজেলার গড্ডিমারী, লালমনিরহাট সদর উপজেলার খুনিয়াগাছ, এবং আদিতমারী উপজেলার মহিষখোচা ইউনিয়নের নিম্নাঞ্চলে পানি ঢুকতে শুরু করেছে। এসব এলাকার বাসিন্দারা জানিয়েছেন, নদী পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে এবং এর ফলে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। জেলার হাতিবান্ধা উপজেলার গড্ডিমারী ইউনিয়নের বাসিন্দা কৃষক নজরুল ইসলাম বলেন, নদী পাড়ের ক্ষেতে পানি ঢুকছে। আমনের ফসলের অনেকাংশ গুলোই পুষ্ট হচ্ছে। এই সময় ফসল ঢুবে গেলে...