মার্কিন পপ তারকা সেলেনা গোমেজের বিয়ে ঘিরে নতুন বিতর্ক! যিনি একসময় নিজের কিডনি দান করে সেলেনার জীবন বাঁচিয়েছিলেন, সেই ঘনিষ্ঠ বন্ধু অভিনেত্রীফ্রান্সিয়া রাইসাএবার নাকি বিয়ের দাওয়াতই পাননি। এই খবর প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় তোলপাড় শুরু হয়েছে। ২০১৭ সালে লুপাসজনিত জটিলতার কারণে কিডনি প্রতিস্থাপন করতে হয় সেলেনা গোমেজকে। তখন তার জীবন বাঁচাতে বন্ধুত্বের এক অনন্য নজির স্থাপন করেন অভিনেত্রী ফ্রান্সিয়া রাইসা নিজের একটি কিডনি দান করে সেলেনার প্রাণ ফিরিয়ে দেন তিনি। কিন্তু সেই বন্ধুত্ব যেন আর আগের মতো নেই। সম্প্রতি সেলেনার বিয়েতে অনুপস্থিত থাকার বিষয়টি নিয়ে ফ্রান্সিয়া ইনস্টাগ্রামে একটি আবেগঘন পোস্ট দেন। সেখানে তিনি লিখেছেন, “আমি কখনও ভাবিনি আমার সঙ্গে এমন আচরণ করা হবে। সবার নিমন্ত্রণ ছিল, শুধু আমি বাদ, যে মানুষটা তাকে বাঁচাতে নিজের কিডনি দিয়েছিল। এটা ভীষণ কষ্টের এবং...