বাংলাদেশের আলোচিত অভিনেত্রী আজমেরী হক বাঁধন নিজের জীবনের গভীরতম অনুভূতি, সমাজ থেকে প্রত্যাখ্যাত হওয়ার অভিজ্ঞতা ও ব্যক্তিগত সংগ্রামের কথা জানালেন সামাজিক যোগাযোগমাধ্যমে। সম্প্রতি দেওয়া এক দীর্ঘ পোস্টে তিনি জানালেন— নিজের মতো করে বাঁচাই তার মূল লক্ষ্য। আর এই পথচলায় কারও মতামত বা সমালোচনায় তার ‘কিছু যায় আসে না’।বাঁধন লিখেছেন, ‘আমি চেয়েছিলাম সেই রকম মেয়ে হতে যাকে সবাই পরিচালিত করবে, যে বাধ্য হবে, খুশি করবে, চুপচাপ মানিয়ে নেবে। কিন্তু আমি ব্যর্থ হয়েছি। আমি চেষ্টা করেছিলাম আমার পরিবার যেমন মেয়ে চেয়েছিল, সমাজ যেমন নারী আশা করেছিল, ঠিক তেমন হতে। কিন্তু আমি ব্যর্থ— আর সেজন্য আমি নিজেকে ধন্যবাদ জানাই। কারণ আমার জন্ম হয়নি অন্য কারও চিত্রনাট্য অনুযায়ী বাঁচার জন্য।’তিনি আরও লিখেছেন, ‘আমার কথাগুলো মানুষকে অস্বস্তিতে ফেলে, আমার কাজ তাদের স্বাচ্ছন্দ্যের সীমানায় মানায় না।...