টস শেষে দুই অধিনায়কের সেই হাত না মেলানোর বিতর্ক দিয়েই শুরু হলো নারী বিশ্বকাপে ভারত-পাকিস্তানের লড়াই। লড়াইয়ে শুরুতে পাকিস্তান কিছুটা আধিপত্য করলেও ঘুরে দাঁড়ায় ভারত। ছোট্ট ছোট্ট ইনিংসে গড়ে তুলেছে আড়াইশ ছুঁই ছুঁই লড়াইয়ের পুঁজি। ব্যাটিং নিয়ে দুশ্চিন্তায় থাকা পাকিস্তানের জন্য সেটা বেশ কঠিন লক্ষ্যই হবে। তবে, বোলাররা নিজেদের কাজ করেছেন ঠিকঠাকই। আজ সোমবার (৫ অক্টোবর) নারী বিশ্বকাপে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে সবগুলো উইকেট হারিয়ে ২৪৭ রান তুলেছে ভারত। টস জিতে ভারতকে ব্যাট করতে আমন্ত্রণ জানান পাকিস্তানের অধিনায়ক ফাতিমা সানা। ব্যাটিংয়ে নেমে শুরুটা মন্দ হলো না ভারতের। উদ্বোধনী জুটিতে এলো ৪৮ রান। স্মৃতি মান্ধানা ৩২ বলে ২৩ রান করে ফিরলে ভাঙ্গে সেই জুটি। এরপর মোটামুটি এভাবেই উইকেট হারিয়েছে ভারত। ভালো শুরুর পরও ব্যাটাররা বড় ইনিংস খেলতে পারেননি।...