রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনের প্রচারণার সময় ১০দিন বাড়ানো হয়েছে। শনিবার (৪ অক্টোবর) রাতে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এফ নজরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।আরো পড়ুন:রাবির ভর্তি পরীক্ষায় থাকবে না সিলেকশনরাবির ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা ১৬ জানুয়ারি রাবির ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা ১৬ জানুয়ারি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রার্থীরা প্রচার কার্যক্রম ৫ অক্টোবর সকাল ৮টা থেকে শুরু করে ১৪ অক্টোবর রাত ১২টা পর্যন্ত চালাতে পারবেন। তবে পূর্বের ন্যায় নির্বাচনী সব আচরণবিধি যথাযথভাবে অনুসরণ করতে হবে। এ বিষয়ে রাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এফ নজরুল ইসলাম বলেন, “১৬ অক্টোবর নির্বাচনকে কেন্দ্র করে আমাদের সার্বিক প্রস্তুতি সম্পন্ন হচ্ছে। যথাসময়ে ভোটগ্রহণ...