লালমনিরহাট সদর থানা পুলিশের বিশেষ অভিযানে মোগলহাট ইউনিয়নের ফুলগাছ এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে তিনজন ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৫ অক্টোবর) ভোররাতে এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ জানায়, লালমনিরহাট সদর পুলিশের একটি দল গতরাত ১টার দিকো ফুলগাছ এলাকার সোনার দিঘীর পাড় এলাকায় বিশেষ অভিযান চালান। এসময় ডাকাতির প্রস্তুতিকালে তিনজনকে আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলেন গাজীপুর জেলার জয়দেবপুর থানার হারবাইত গ্রামের কালাই সিকদারের ছেলে মোঃ বেল্লাল হোসেন (৪১)। ময়মনসিংহ জেলার তারাকান্দা থানার গোয়ালকান্দি গ্রামেী ইসাহাক মিয়ার ছেলে মোঃ অশিদ মিয়া (২৭) এবং লালমনিরহাট সদর থানার দুরাকুটি গ্রামের সাইদুল ইসলামের ছেলে মোঃ সোহাগ ইসলাম (২০)। গ্রেফতারের বিষয়টি আজ(৫ অক্টোবর) বিকেলে নিশ্চিত করেছেন লালমনিরহাট সদর থানা পুলিশ। অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও চার-পাঁচজন অজ্ঞাত ডাকাত পালিয়ে যায় বলে জানায় পুলিশ। এসময়...