সরকারি কর্মচারীদের নতুন বেতন কাঠামো নির্ধারণে জাতীয় বেতন কমিশন ইতিমধ্যেই কাজ শুরু করেছে। আগামী ছয় মাসের মধ্যে নতুন পে-স্কেল বিষয়ে সুপারিশ চূড়ান্ত করার কথা রয়েছে। ফলে এখন সবার আগ্রহের কেন্দ্রবিন্দু নতুন স্কেলে কতটা বাড়বে বেতন? জাতীয় বেতন কমিশনের একজন সদস্য জানিয়েছেন, ১০ বছর পর নতুন কমিশন গঠিত হয়েছে, এ সময়ে মূল্যস্ফীতি উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তাই নতুন বেতন কাঠামো প্রণয়নের সময় মূল্যস্ফীতির প্রভাব বিবেচনায় নেওয়া হবে। তিনি আরও জানান, বর্তমানে সর্বনিম্ন ও সর্বোচ্চ গ্রেডের বেতনের অনুপাত (১২:১, ১০:১, ৮:১) নিয়ে যেসব আলোচনা চলছে, তা কমিশনের নজরে রয়েছে। এ বিষয়গুলো পর্যালোচনা করে বিদ্যমান ২০টি গ্রেড কমিয়ে নতুন কাঠামোতে বেতনের সামঞ্জস্য আনার চিন্তাভাবনা চলছে। কমিশনের ওই সদস্য ইঙ্গিত দিয়েছেন, নতুন স্কেলে বর্তমান মূল বেতন প্রায় দ্বিগুণ হতে পারে। যদি তা...