বাংলাদেশের সংগীতাঙ্গনে প্রতিনিয়তই আসছে নতুন মুখ। কেউ কেউ তাদের স্বতঃস্ফূর্ত গায়কি, অদম্য স্বপ্ন আর অধ্যবসায়ের মাধ্যমে অল্প সময়েই শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নিচ্ছেন। তেমনই এক সম্ভাবনাময় তরুণী সংগীতশিল্পী সুমাইয়া খানম মনিকা। ইতোমধ্যে তার গাওয়া গানগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে এবং সংগীত প্রেমীদের দৃষ্টি আকর্ষণ করেছে। মনিকার জন্ম ও বেড়ে ওঠা ঢাকার মিরপুরে। ছোটবেলা থেকেই গানের প্রতি ভালোবাসা তাকে টেনে এনেছে মঞ্চে, শ্রোতাদের সামনে। মনিকার সংগীতযাত্রা শুরু তার বাবার হাত ধরেই। ছোটবেলায় বাবার মুখে গান শুনতে শুনতেই তার মনে জন্ম নেয় সংগীতের প্রতি আগ্রহ। বাবার মাধ্যমেই প্রথম গান শেখা। এরপর স্কুলজীবনে নিয়মিত গান গাইতে শুরু করেন। সহপাঠী ও শিক্ষকদের প্রশংসা তাকে আরও উৎসাহিত করে। তিনি বলেন, স্কুলে গান গাইলে সবাই বলতো আমি ভালো গান করি। সেটাই আমার অনুপ্রেরণা হয়ে থেকেছে।...