যুব ও ক্রীড়া মন্ত্রণালয়াধীন যুব উন্নয়ন অধিদপ্তর বাস্তবায়নাধীন ‘দেশের ৪৮ জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি’ শীর্ষক প্রকল্পের আওতায় অক্টোবর-ডিসেম্বর ২০২৫ মেয়াদে তিন মাসব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। আজ রবিবার (৫ অক্টোবর) ভার্চুয়াল প্ল্যাটফর্মে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্রশিক্ষণ ব্যাচের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মোঃ মাহবুব-উল-আলম। উদ্বোধনী বক্তব্যে তিনি প্রকল্পটিকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের একটি ‘সিগনেচার প্রকল্প’ হিসেবে আখ্যায়িত করে বলেন, দেশের শিক্ষিত কর্মপ্রত্যাশী তরুণদের কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে এই প্রকল্প অসাধারণ অবদান রাখছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক (গ্রেড-১), মন্ত্রণালয়ের উপদেষ্টার একান্ত সচিব মোঃ আবুল হাসান (যুগ্মসচিব) এবং প্রকল্প বাস্তবায়নকারী প্রতিষ্ঠান ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাসুদ আলম। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন...