চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনে কোন কেন্দ্রে কোন হলের শিক্ষার্থীরা ভোট দেবেন, সেসব নিয়ে প্রার্থী ও আগ্রহী শিক্ষার্থীদের নিয়ে মতবিনিময় করেছে নির্বাচন কমিশন। এসময় নির্বাচন কমিশনের পক্ষ থেকে ভোটগ্রহণ প্রক্রিয়ার সম্ভাব্য বিভিন্ন তথ্য জানানো হয়, সেখানে বলা হয়, ভোটগণনা ওএমআর মেশিনে হবে। রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের মিলনায়তনে চাকসু নির্বাচন কমিশন এ মতবিনিময় সভা করেছে। নির্বাচন কমিশনের সদস্য সচিব এ কে এম আরিফুল হক সিদ্দিকী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা সভায় প্রার্থীদের ভোটগ্রহণ প্রক্রিয়ার সম্ভাব্য বিভিন্ন প্রস্তুতি এবং সিদ্ধান্ত সম্পর্কে অবহিত করেছি। তারাও তাদের মতামত দিয়েছেন।” তিনি বলেন, সমাজ বিজ্ঞান অনুষদ, পুরাতন কলা অনুষদ, নতুন কলা অনুষদ, ব্যবসায় প্রশাসন অনুষদ, বিজ্ঞান অনুষদ- এই পাঁচটি অনুষদ ভবনে ভোটের কেন্দ্র হবে। আরিফুল হক সিদ্দিকী বলেন, নির্বাচনের...