ইন্ডিয়ান ভিসা অনলাইন অ্যারাইভ্যাল ওয়েবসাইটের আবেদন ফরমে যাত্রীকে সব তথ্য পূরণ করতে হবেগত বৃহস্পতিবার থেকে শনিবার- এই তিনদিনে বেনাপোল বন্দর দিয়ে মাত্র ৩,৮৮২ যাত্রী যাতায়াত করেছেন যশোরের বেনাপোল বন্দর দিয়ে ভারতগামী পাসপোর্টধারী যাত্রী শ্যামল কুমার রায়। স্ত্রীকে নিয়ে চিকিৎসার জন্য ভারতে যাচ্ছেন। তিনি জানান, নতুন করে অনলাইনে ফরম পূরণ করতে ১০০ টাকা লেগেছে। সার্ভার সমস্যার কারণে এক ঘণ্টা অপেক্ষা করতে হয়েছে। আরেক যাত্রী আশানুর রহমান জানান, নানান শর্তে ভ্রমণ ও ভিসা প্রাপ্তি কঠিন হয়ে দাঁড়িয়েছে। আগে যশোর থেকে ভিসা নিতাম। যশোরে ভিসা বন্ধ থাকায় এখন ভিসা নিতে দুইবার ঢাকা যেতে হচ্ছে। ভিসা ফি ডবল করেছে। অনেক টাকা খরচ করতে হচ্ছে। তারপর আবার অনলাইনে আগাম তথ্য পূরণ আরেক বিড়ম্বনা। এসব কারণে পাসপোর্টধারী যাতায়াত কমে এসেছে। শুধু শ্যামল কুমার রায় কিংবা আশানুর...