০৫ অক্টোবর ২০২৫, ০৭:৫০ পিএম | আপডেট: ০৫ অক্টোবর ২০২৫, ০৭:৫০ পিএম বাংলাদেশে সফররত ইউরোপিয়ান ইউনিয়নের একটি প্রতিনিধি দলের সাথে গণঅধিকার পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৫ অক্টোবর) বিকালেগণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়, আলরাজি কমপ্লেক্সে দেড় ঘন্টাব্যাপী এই বৈঠক হয়। গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোঃ রাশেদ খাঁনের নেতৃত্বে ১২ সদস্যোর প্রতিনিধিদল বৈঠকে অংশগ্রহণ করে। ইউরোপীয় ইউনিয়নের ২ সদস্যের প্রতিনিধি এই বৈঠকে অংশ নেয়। তারা আগামী নির্বাচনে গণঅধিকার পরিষদের প্রস্তুতি, দলের আর্থিক সিস্টেম, নির্বাচনী পরিবেশ, নির্বাচনী জোট, নির্বাচন কমিশনের উপর আস্থা ও জুলাই জাতীয় সনদ নিয়ে আমাদের চিন্তা সম্পর্কে জানতে চান। এ বিষয়ে সাংবাদিক সম্মেলন করে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোঃ রাশেদ খাঁন বলেন, গণঅধিকার পরিষদ ইতোমধ্যে ৫০ টি আসনে প্রার্থী ঘোষণা করেছে এবং শীঘ্রই আরও ১০০ আসনে প্রার্থী ঘোষণা করবে। ৩০০...