বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনে নাটকীয়তার শুরু বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের দেয়া চিঠি নিয়ে। অ্যাডহক কমিটি থেকে জেলা বিভাগের কাউন্সিলর নিয়োগের বিষয় নিয়ে নির্দেশনা দিয়েছিলেন সেই চিঠিতে। পরে চিঠির বিষয়টি গড়িয়েছে হাইকোর্ট পর্যন্ত। বিতর্কিত চিঠিটি নিয়ে এতদিন কিছু না বললেও এবার ব্যাখ্যা দিয়েছেন আমিনুল। সোমবার অনুষ্ঠিত হবে বিসিবি পরিচালনা পরিষদ নির্বাচন। তার আগেরদিন বিসিবিতে হাজির হয়েছিলেন বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। সংবাদ মাধ্যমে চিঠির বিষয়ে মুখ খোলেন। বলেছেন, ‘আমার একটা চিঠির বিরুদ্ধে একটা রিট হয়েছিল এবং সেই রিটটার কারণ ছিল যে, আমি একজন ক্রিকেট বোর্ডের সভাপতি হয়ে কেন চিঠি দিয়েছি। সেই চিঠিতে কিন্তু স্পষ্ট বলা ছিল যে, এই নির্বাচনের তিনটি গুরুত্বপূর্ণ জায়গা আছে। একটা হচ্ছে, জেলা এবং বিভাগীয় ক্রীড়া সংস্থা। এটার সভাপতি সাধারণত জেলা প্রশাসক হয়ে থাকেন। তিনি সই...