“এই সফরের অভিজ্ঞতা ভবিষ্যৎ কারিকুলাম উন্নয়ন, শিক্ষক প্রশিক্ষণ ও আন্তর্জাতিক প্রকল্পে অংশগ্রহণে সহায়ক হবে।” বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) ভিসি অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আবুল হাসনাত মোহাঃ শামীম ভারতের চেন্নাইয়ে অনুষ্ঠিতব্য “Blended Learning in Technical and Vocational Education and Training (TVET)” শীর্ষক আন্তর্জাতিক পরামর্শ সভায় অংশ নিতে রওনা হয়েছেন। ৬ থেকে ৯ অক্টোবর পর্যন্ত চেন্নাইয়ের তারামানি এলাকার CSIR রোডে অবস্থিত ন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনিক্যাল টিচার্স ট্রেনিং অ্যান্ড রিসার্চ (NITTTR) অডিটোরিয়ামে চলবে এ সভা, যা আয়োজন করেছে NITTTR ও কমনওয়েলথ এডুকেশনাল মিডিয়া সেন্টার ফর এশিয়া (CEMCA)। বাংলাদেশ, ভারত, জার্মানি, মালয়েশিয়া ও থাইল্যান্ডসহ অন্তত ১২টি দেশের প্রতিনিধিরা এই সভায় অংশ নিচ্ছেন। আলোচনায় ব্লেন্ডেড লার্নিংয়ের (অনলাইন, অফলাইন ও কর্মক্ষেত্রভিত্তিক শিক্ষা) বাস্তবায়ন কৌশল, কারিগরি শিক্ষার আধুনিকায়ন ও শিল্পখাতের সঙ্গে কার্যকর...