প্রযুক্তির এই যুগে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এখন যেন এক জাদুকর। প্রশ্ন করলেই মুহূর্তে উত্তর, পরামর্শে সহায়তা, এমনকি এখন ছবি বানাতেও পারে ঠিক আপনার কল্পনার মতো। শুধু কিছু শব্দ লিখে দিলেই এআই তৈরি করে দিচ্ছে একদম বাস্তবধর্মী কিংবা শিল্পীর হাতে আঁকা ছবির মতো ভিজ্যুয়াল। এআই মূলত টেক্সট-টু-ইমেজ প্রযুক্তি ব্যবহার করে কাজ করে। আপনি যদি লেখেন, “সূর্যাস্তের সময় সমুদ্রের তীরে একজন মানুষ দাঁড়িয়ে আছে”, তাহলে কয়েক সেকেন্ডের মধ্যেই সেই দৃশ্যটি ফুটে উঠবে এক মনোমুগ্ধকর ছবিতে। বর্তমানে এমন অনেক এআই টুল ও অ্যাপ আছে, যেগুলো দিয়ে মুহূর্তেই তৈরি করা যায় অসাধারণ ছবি। ১. DALL·E (OpenAI) – শুধু কয়েকটি শব্দে বাস্তবধর্মী বা কার্টুন স্টাইলের ছবি তৈরি করে।২. Canva AI – ডিজাইন ও পোস্টার বানানোর পাশাপাশি এতে আছে ছবি তৈরির সহজ অপশন।৩. Adobe Firefly...