বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ও বৃহত্তম পরিবেশ বিষয়ক পুরস্কার দ্য আর্থশট প্রাইজ ২০২৫-এর ‘ফিক্স আওয়ার ক্লাইমেট’ ক্যাটাগরিতে ফাইনালিস্ট হিসেবে নির্বাচিত হয়েছে দেশের স্বনামধন্য সামাজিক উন্নয়ন সংস্থা- ফ্রেন্ডশিপ। জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে অগ্রণী ভূমিকা ও টেকসই সমাধান প্রদর্শনের স্বীকৃতি হিসেবে বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ এই পরিবেশ পুরস্কারের জন্য ফ্রেন্ডশিপকে মনোনীত করা হয়েছে। রোববার যুক্তরাজ্যভিত্তিক অলাভজনক প্রতিষ্ঠান আর্থশট ফাউন্ডেশন অনলাইনে দ্য আর্থশট প্রাইজ ২০২৫ ঘোষণা দেয়। আর্থশট ফাইনালিস্ট হওয়ার মাধ্যমে আগামী এক বছর বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে ফ্রেন্ডশিপ-এর ম্যানগ্রোভ সংক্রান্ত কার্যক্রম তুলে ধরা, জলবায়ু ও পরিবেশ বিষয়ক বিভিন্ন আন্তর্জাতিক নেটওয়ার্কে ফ্রেন্ডশিপ-কে গুরুত্বসহকারে উপস্থাপন করা, আন্তর্জাতিক নেতৃবৃন্দের সাথে যোগাযোগের তৈরিতে অনুঘটকের ভূমিকা পালন করবে দ্য আর্থশট প্রাইজ কর্তৃপক্ষ। ফ্রেন্ডশিপ কাজ করছে একটি সমন্বিত পদ্ধতিতে—স্বাস্থ্যসেবা, শিক্ষা, জলবায়ু সহনশীল অবকাঠামো, আর্থিক সক্ষমতা বৃদ্ধি, আইন ও সরকারি...